Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
Welcome to the information portal of Jinjira Union Parishad Office, Jinjira Union Parishad is free from unethical financial transactions, all types of social security allowances are applied for without any source. If anyone is demanding any kind of money, it is requested to contact this number 01912020685

৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা বাধ্যতামূলক


Title
ইউনিয়ন সমাজসেবা অফিস
Details

ইউনিয়ন সমাজ সেবা অফিস মূলত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। জিনজিরা ইউনিয়ন ২নং কক্ষে এই অফিসটি অবস্থিত। 

Image
label.column.field_office_cism

 

প্রথম ধাপ

সরকারের বরাদ্দ ঘোষণা

দুঃস্থ ও বয়ষ্ক মানুষদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ দেয়া হয়। শহর সমাজ সেবা অফিস হতে উপ বরাদ্দ পত্রের মাধ্যমে পৌরসভা/ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়। এই পত্রের মাধ্যমে কতজনকে বয়ষ্ক ভাতা দেয়া হবে তা উল্লেখ থাকে। 

 

দ্বিতীয় ধাপ

দুঃস্থ মানুষদের তালিকা প্রস্তুত

উপ বরাদ্দের চিঠি পাওয়ার পর মেয়র মহোদয় এ বিষয়ে একটি বিশেষ সভা আহবান করেন। সভায় জনপ্রতিনিধিদের কোটা নির্ধারন করা হয়। নির্ধারিত কোটা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জনপ্রতিনিধিগনকে তাদের নিজ নিজ এলাকার বয়ষ্ক ভাতা পাওয়ার উপযোগী মানুষের তালিকা দিতে বলা হয়। জনপ্রতিনিধিগন তাদের নিজ নিজ এলাকার এরকম মানুষদের চিহ্নিত ও তালিকা প্রস্তুত করে নির্ধারিত দিনের মধ্যে ডেসপাসে জমা দেন।

 

তৃতীয় ধাপ

তালিকা চুড়ান্তকরণ

সম্পুর্ণ তালিকা পাওয়ার পর প্রতিটি ওয়ার্ড কমিটির সভা আহবান করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৫ / ৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠিত হয়। সভায় যাঁচাই- বাছাই সম্পন্ন হওয়ার পর তালিকা চুড়ান্ত করা হয়। এরপর, তালিকাটিশহর সমাজ সেবা অফিসে পাঠিয়ে দেয়া হয়।

 

Citizen Charter

সেবা সমূহ

সেবা প্রাপ্তির স্থান

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

প্রতিকার বিধানে নিয়োজিত কর্মকর্তা

পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ঋণ প্রদান।

সুবিল ইউনিয়ন

পল্লী এলাকার দুঃস্থ ও দরিদ্র জনগোষ্ঠী

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পূনর্বাসন কার্যক্রম।

সুবিল ইউনিয়ন

এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

আর্থ-সামাজিক ও দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ।

লক্ষ্যভূক্ত গ্রাম

লক্ষ্যভূক্ত পরিবারের সদস্য

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

আশ্রয়ণ/ আবাসন কার্যক্রম।

নির্ধারিত আশ্রয়ণ/আবাসন কেন্দ্র

নির্ধারিত আশ্রয়ণ/আবাসন কেন্দ্রের সমিতির সদস্য

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

বয়স্ক ভাতা।

সুবিল ইউনিয়ন

৬৫ বৎসর ও তদুর্ধ দুঃস্থ এবং অসচ্ছল পুরুষ ও মহিলা

৩ মাস পরপর

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা।

সুবিল ইউনিয়ন

৩০ বৎসরের উর্ধে সকল ধরনের অসচ্ছল প্রতিবন্ধী পুরুষ ও মহিলা

৩ মাস পরপর

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান।

উপজেলা সমাজসেবা অফিস

সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার

প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি।

উপজেলা সমাজসেবা অফিস

বিদ্যালয়ে অধ্যয়ণরত সকল স্তরের প্রতিবন্ধী শিক্ষার্থী

৩ মাস পরপর

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম।

সুবিল ইউনিয়ন

অসচ্ছল মুক্তিযোদ্ধা

৩ মাস পরপর

উপজেলা সমাজসেবা অফিসার

বেসরকারী (এতিম প্রতিপালন) এতিমখানার ক্যাপিটেশন  গ্র্যান্ট প্রদান।

সুবিল ইউনিয়ন

বেসরকারী এতিমখানায় ৫ থেকে ১৮ বছর বয়সী পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও তত্ত্বাবধান।

উপজেলা সমাজসেবা অফিস

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক কার্যক্রমে

আগ্রহী সংগঠন,প্রতিষ্ঠান,

ক্লাব,সংস্থা,সমিতি ইত্যাদি

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার

label.column.field_projects

 

বিভিন্ন ভাতা প্রদান কর্মসূচী চালু রয়েছে। 

এর মধ্যে রয়েছে

১. বয়স্ক ভাতা

২.মুক্তিযোদ্ধা ভাতা

৩.বিধবা ভাতা

৪. প্রতিবন্ধিভাতা ইত্যাদির প্রকল্পের চালুর পরিকল্পনা রয়েছে।

Address

ইউনিয়ন সমাজসেবা অফিস

জিনজিরা ইউপি কমপ্লেক্স

জিনজিরা, কেরানীগঞ্জ মডেল, ঢাকা