মুহাম্মদ আব্দুল গনি , পিতাঃ মৃতঃ আব্দুল ওয়াহেদ মাতাঃ মোছা; হনুফা খাতুন । তিনি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার পখিয়া ইউনিয়ন পরিষদের পখিয়া গ্রামের ঐতিহ্যবাহী মাতব্বর বাড়ির সন্তান। মুহাম্মদ আব্দুল গনি ১৯৯২ সনে কৃতিতের সহিত এস এস সি পাশ করেন , ১৯৯৪ সনে এইচ এসসি এবং ১৯৯৪-১৯৯৬ সেশন এ স্নাতক ও ১৯৯৯ সেশনে স্নাতকোত্তর শেষ করে ৩০-১০-২০০১ সালে ইউনিয়ন পরিষদ সচিব (বর্তমানে) ইউপি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন । তিনি দেউলা ইউনিয়ন ইউনিয়ন পরিষদে তার কর্ম জীবন শুরু করেন । পরবর্তীতে তিনি পখিয়া ইউনিয়ন পরিষদেও বেশ কিছুকাল চাকুরি করেন । ৩-৮-২০১৩ সনে তিনি তারানগর ইউনিয়ন পরিষদে যোগদান করেন পর্যায় ক্রমে তিনি ডেমরা ইউনিয়ন পরিষদ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ , শাক্তা ইউনিয়ন পরিষদ , বাস্তা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন ।
কর্ম জীবনে প্রাপ্তি সমূহঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন এর জন্য তিনি ১ বার জাতীয় পুরস্কার লাভ করেন এবং জেলা পর্যায় ১ বার পুরষ্কার লাভ করেন
উপজেলা নির্বাহী অফিসার কতৃক থাঙ্কস লেটার প্রাপ্ত হন
মুহাম্মদ আব্দুল গনি সফলতার সাথে ২বার ফাউনডেশন কোর্স সম্পন্ন করেন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস