Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জিনজিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তথ্য বাতায়নে স্বাগতম , জিনজিরা ইউনিয়ন পরিষদ অনৈতিক আর্থিক লেনদেন মুক্ত ,সকল প্রকার সামাজিক নিরাপত্তার ভাতা বিনা মূলে আবেদন করা হয় কেউ যদি কোন প্রকার অর্থ দাবী করিয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো 01912020685

 জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা বাধ্যতামূলক 


ইউপি প্রশাসনিক কর্মকর্তা

মুহাম্মদ আব্দুল গনি , পিতাঃ মৃতঃ আব্দুল ওয়াহেদ মাতাঃ মোছা; হনুফা খাতুন । তিনি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার পখিয়া ইউনিয়ন পরিষদের পখিয়া গ্রামের ঐতিহ্যবাহী  মাতব্বর বাড়ির সন্তান। মুহাম্মদ আব্দুল গনি ১৯৯২ সনে কৃতিতের সহিত এস এস সি পাশ করেন , ১৯৯৪ সনে  এইচ এসসি এবং ১৯৯৪-১৯৯৬ সেশন এ স্নাতক ও ১৯৯৯ সেশনে স্নাতকোত্তর শেষ করে ৩০-১০-২০০১ সালে ইউনিয়ন পরিষদ সচিব (বর্তমানে)  ইউপি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন ।  তিনি দেউলা ইউনিয়ন ইউনিয়ন পরিষদে তার কর্ম জীবন শুরু করেন । পরবর্তীতে তিনি পখিয়া ইউনিয়ন পরিষদেও বেশ কিছুকাল চাকুরি করেন ।  ৩-৮-২০১৩ সনে তিনি তারানগর ইউনিয়ন পরিষদে যোগদান করেন পর্যায় ক্রমে তিনি ডেমরা  ইউনিয়ন পরিষদ,  তেঘরিয়া ইউনিয়ন পরিষদ , শাক্তা ইউনিয়ন পরিষদ , বাস্তা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন । 

 কর্ম জীবনে প্রাপ্তি সমূহঃ 

জন্ম ও মৃত্যু নিবন্ধন এর জন্য তিনি ১ বার জাতীয় পুরস্কার লাভ করেন এবং  জেলা পর্যায় ১ বার পুরষ্কার লাভ করেন 

উপজেলা নির্বাহী অফিসার  কতৃক থাঙ্কস লেটার প্রাপ্ত হন 

মুহাম্মদ আব্দুল গনি সফলতার সাথে ২বার ফাউনডেশন কোর্স সম্পন্ন  করেন